Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

১ জুলাই থেকে ৭ জুলাইয়ের লকডাউনে টহলে থাকবে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

১ থেকে ৭ জুলাইয়ের লকডাউনে টহলে থাকবে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ। এই সময়ে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসবে।

 

 

 

 

 

 

 

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া কঠোর লকডাউনে থাকবে না কোনো মুভমেন্ট পাস। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এবার লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এর আগের লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হওয়ার নিয়ম থাকলেও ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন কোনো মুভমেন্ট পাস থাকবে না।

 

 

 

 

 

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, করোনা সংক্রমণ অনেক বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে- লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা।

Exit mobile version