Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে স্বামী-স্ত্রীসহ চারজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার করিমপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

 

 

 

 

 

 

আটককৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস।

 

 

 

 

 

 

ঝিনাইদহের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version