বিনামূল্যে যেসব পর্যটক ভারতের টুরিস্ট ভিসা পাবেন

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

করোনাভাইরাস পরিস্থিতিতে পর্যটনের হাল ফেরাতে বিনামূল্যে পাঁচ লাখ পর্যটন ভিসা দেওয়ার কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন বলে জানান তিনি।

 

 

 

 

 

 

 

সোমবার দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশ্ব পর্যটকদের চমক দিয়ে একথা জানান ভারতের অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।’

 

 

 

 

 

 

 

দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে এর মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে সেই পর্যন্তই এ অফার কার্যকর হবে। করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *