পাবনা প্রতিনিধি :
পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত মনিরুল ইসলাম (২৫) পাবনার সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে ও সাদ্দাম হোসেন রুবেল (৩০) পাবনা সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, সম্প্রতি বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করা হয়।
পরে রুবেলের দেয়া তথ্যে পাবনা সদর, বেড়া ও সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। রুবেলের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.