প্রথম পাঁচ লাখ পর্যটক পাবে ভারতের ফ্রি ভিসা

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

করোনা মহামারির মরণ ছোবলে থমকে পড়েছে ভারতে পর্যটন ব্যবস্থা। তবে টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণ কমে আসায় অর্থনীতি পুনরুদ্ধারে প্রথম পাঁচ লাখ পর্যটক পাবেন ফ্রি পর্যটন ভিসা। দেশের পর্যটন শিল্পকে দ্রুত বর্ধনশীল করতে এ উদ্যোগ গ্রহণ করেছে ভারতের সরকার।

 

 

 

 

 

ভারতের অর্থমন্ত্রী সীতারামণ বলেন, ‘পর্যটন অঞ্চলগুলো খুলে দেওয়ার পর প্রথম ৫ লাখ পর্যটককে সম্পূর্ণ ফ্রি ভিসা দেওয়া হবে। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এসময়ের আগেই যদি ৫ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যায় তাহলে সেদিনই হবে শেষ সুযোগ। একজন পর্যটক একবারই এ সুবিধা গ্রহণ করতে পারবে।’

 

 

 

 

 

বিগত কয়েক বছর ধরে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ বেড়েই চলছে। নতুন এ অফারে বাংলাদেশিরাও ভারত ভ্রমণ করবেন বলে আশাবাদী দেশটির পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *