‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই শ্লোগানের মধ্যদিয়ে কুষ্টিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে।
গতকাল কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
পরে কালেক্টরেট চত্বরের তিনদিন ব্যাপি আয়োজিত মেলায় অংশ গ্রহনকারী স্টল মালিকদের মাঝে কেষ্ট্র প্রদান করা হয়।
এ সময় সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।