অনলাইন ডেস্ক :
বৃহ্স্পতিবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন।
লকডাউনে যথাযথভাবে বাস্তবায়নে মাঠে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা।
এই সময়ে পুলিশ কর্তৃক যেসব ব্যবস্থা নেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে-
১. ঢাকা মহানগরীর প্রধান সড়ক সমূহ ও অলিগলিতে পুলিশি টহল,
২. ঢাকা মহানগরীর প্রবেশ/বাহির পথে ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেকপোস্ট ব্যবস্থাপনা,
৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুসারে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৪. ক্ষেত্র বিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ,
৫. আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুসারে গ্রেফতারসহ নিয়মিত মামলা এবং
৬. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ড পরিচালনায় সহায়তা করা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।