ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে?

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের সম্ভাবনা ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি লড়াইকে ঘিরে।

 

 

 

 

 

 

এছাড়া শেষ আটের টিকেট বাকি ছয়টি দল হল- ডেনমার্ক, চেক রিপাবলিক, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

 

 

 

 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০২ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি।

 

 

 

 

 

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

 

 

 

 

 

 

কোয়ার্টার-ফাইনালে কে কার মুখোমুখী

 

 

সুইজারল্যান্ড-স্পেন

 

 

বেলজিয়াম-ইতালি

 

 

চেক রিপাবলিক-ডেনমার্ক

 

 

ইংল্যান্ড- ইউক্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *