Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শার্শার দাউদখালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল(৭৫) মৃত্যু বরণ করেছেন।
 শুক্রবার (২ রা জুন) সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে ও ৬ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করাহয়।
 এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল আলম খাঁন, কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামী লীগের  স্থানীয় নেতৃবৃন্দ জানাযায় শরীক হন। জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
Exit mobile version