Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আজ থেকে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

আজ সোমবার থেকে করোনা মহামারির এ সময়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে রাজধানীসহ সারাদেশে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে সরকার। বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এমনটাই জানিয়েছে।

 

 

 

 

 

 

জানা গেছে, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

 

 

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Exit mobile version