‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো বেশি’

অনলাইন ডেস্ক : এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ডেঙ্গু: চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন মন্ত্রী।এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশার প্রডাকশন অনেক বেশি। যেভাবে রোহিঙ্গা পপুলেশন আমাদের দেশে এসে বেড়েছে, সেভাবেই এই মসকিউটো পপুলেশনও বেড়েছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। 

তিনি আরও বলেন, মশার প্রজনন বেশি হওয়ায় ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যাও বেশি। মশা নিধনের দায়িত্ব আমাদের নয়। মশা নিধন ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *