Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীতে প্রয়োজন ছাড়াই রাস্তায়, গ্রেপ্তার ৬১৮

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ডিএমপির মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

 

 

 

 

 

 

 

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগে জানিয়েছে, ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

 

 

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, লকডাউনের চতুর্থদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৮১ হাজার টাকা।

 

 

 

 

 

 

করোনাভাইরাস লাগাম টেনে রোধকল্পে গত ১ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Exit mobile version