Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

 

 

 

 

 

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. জামাল মাতুব্বর (৫২) নামে এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

 

 

 

 

 

সোমাবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জামাল মাতুব্বর রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

 

 

 

 

রাজবাড়ী ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল মো. জামাল মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মো. জামাল মাতুব্বর ফরিদপুর জেলায় ভাঙ্গা থানার মানিকদাহ গ্রামের আ. ওয়াদুদ মাতুব্বরের ছেলে। তিনি গত শনিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

 

 

 

 

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, মো. জামাল মাতুব্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সন্ধ্যায় মারা গেছেন। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য।

 

 

 

 

 

 

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। মো. জামাল মাতুব্বর তাদের মধ্যে একজন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Exit mobile version