Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

আর মাত্র দুই সপ্তাহ পরই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। যেহেতু বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে গোটা দেশে লকডাউন চলছে, তাই সড়ক পথে পর্যাপ্ত কোরবানির পশু রাজধানীতে আসবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। তবে এরই মধ্যে এ উপলক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

 

 

 

কোরবানির পশু পরিবহনে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

 

 

 

 

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।

 

 

 

 

 

তিনি জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে।। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হবে।

 

 

 

 

 

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

Exit mobile version