Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় অনলাইন পশুর হাট চালু

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গায় নির্বিঘ্নে কোরবানীর পশু বিক্রির লক্ষ্যে ‘অনলাইন পশুর হাট’ চালু করা হয়েছে। এ হাটে সম্পূর্ণ বিনাশুল্কে জেলার খামারীরা তাদের পশু বিক্রি করতে পারবেন।

 

 

 

 

 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এক সম্মেলনে তথ্য নিশ্চিত করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম রোধ করা দরকার। সে কারণে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো বন্ধ রাখা হয়েছে। অনলাইনে পশু বিক্রি সন্তোষজনক হলে পশুর হাটগুলো চালু করা থেকে বিরত থাকা হবে।

 

 

 

 

 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, গত বছরও এ ‘অনলাইন পশুর হাট’ চালু করা হয়েছিলো। এতে অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া পাওয়া গিয়েছিলো। আশা করা যাচ্ছে এবার সকলের সহযোগিতায় সফলভাবে অনলাইন পশুর হাট পরিচালিত হবে।

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমেদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ।

 

 

 

 

 

 

সম্মেলনে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version