Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জেলায় ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছে ৪৪ জন। এর মধ্যে খুলনায় ১৭ জন, কুষ্টিয়ায় ১২, চুয়াডাঙ্গায় ১০ এবং সাতক্ষীরায় ৫ জন মারা গেছে।

 

 

 

 

 

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯ জন। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনায় একজন করে মারা গেছেন। এছাড়া বগুড়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৯ এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চট্টগ্রামে মারা গেছেন ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২ শতাংশ।

 

 

 

 

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ২ জন করোনা রোগীরা আর বাকি ৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। গেল ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ। এর আগের দিন ছিল ৫৯.৫৭ শতাংশ।

 

 

 

 

 

এছাড়া ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, ফরিদপুরে ৬, টাঙ্গাইলে ৭, নোয়াখালীতে ২ এবং নেত্রকোনা ও জামালপুরে দুইজন মারা গেছেন।

 

Exit mobile version