আইপিএলে আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক :

 

 

 

 

 

 

 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। তবে বিসিসিআই এখনই পরবর্তী আইপিএলের রূপরেখা প্রায় তৈরি করে ফেলেছে। শোনা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বদলে যাচ্ছে অনকেটাই। নিলামের বদল থেকে শুরু করে বেতন বৃদ্ধি ও দলগঠনের প্রক্রিয়ার প্রায় ছকে ফেলেছে বিসিসিআই।

 

 

 

 

 

আগেই জানা গিয়েছিল, আগামী বছর থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল। হতে চলেছে তেমনই। এদিকে, চলতি বছরের শেষে এবার মেগা নিলামের আসর বসবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তার মধ্যে হয় তিনজন ভারতীয় ক্রিকেটার নয় দু’জন বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে। কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে দু’জন ভারতীয় ও দু’জন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আরও জানা যাচ্ছে প্রতিটি দলের স্যালারি পার্স (বেতনের পরিমাণ) ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি করতে চলেছে বিসিসিআই।

 

 

 

 

 

ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাধ্যতামূলকভাবে মোট টাকার অন্তত ৭৫ শতাংশ খরচ করতেই হবে। আগামী তিন বছরে এই বেতনের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *