দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে বিনাবিচারে মানুষ হত্যা ও মাদকাগ্রাসানের প্রতিবাদ জনজীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। বৃহষ্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের থানামোড়ে সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন, সিপিবির কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রফিকুল ইসলাম,কমরেড হাফিজ সরকার সাধারন সম্পাদক ওয়ার্কাস পাটি কুষ্টিয়া, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদ্স্য কারশেদ আলম, জেলা সাধরণ সম্পাদক শরীফ বিশ্বাস, কুষ্টিয়া জেলা জাসদ নেতা,বীর মুক্তিযোদ্ধা বাবু রবীন্দ্রনাথ সেন,মানবাধিকার কর্মি সৈয়দা হাবিবা,সাংস্কৃতিক ব্যক্তি কনক চৈধুরী,জনাব আব্দুল আজিজ,সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাসান আলী,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা রাসিব রহমান,গনমাধ্যম কর্মি জনাব তৈহিদ হোসেন শিপ্লু হাটসহরিপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু তৈয়বসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় সু-শাসনের বিচ্যুতি ঘটায় একের পর এক বিনাবিচারে হত্যাকান্ডের মত ঘটনা ঘটছে অথচ আইন শৃংখলা বাহিনী কিছুই করতে পারছেনা। গোটা সমাজ এক অদৃশ্য দূর্বৃত্ত চক্রের ষড়যন্ত্রে আক্রান্ত। রাষ্ট্র পরিচালনাযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরেগেছে সেইসাথে সম্প্রদায়িক শক্তি আবার নতুন লেবাসে চক্রন্তের জাল বুনে সারাদেশে ছেলেধরা মাথাকাটা গুজব রটিয়ে জনজীবনকে আতঙ্কিত করে তুলেছে। কোমলমতি বাচ্চারা স্কুলেযেতে ভয় পাচ্ছে অভিভাবকরাও বাচ্চাদের নিয়ে চরম এক সন্ত্রস্ত জীবনে দিন কাটাচ্ছে। সমাজের এই দুষ্টচক্রান্তের বিরুদ্ধে সকল মানুষকে সচেতন হয়ে নিজ নিজ দায়বোধ থেকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সকল ধরনের অনিয়ম,দুর্নীতি,বৈষম্য এবং মাদকাগ্রাসনের বিরুদ্ধেও নাগরিক সমাজকে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.