'জিরো'র পর আর খবর নেই শাহরুখের। তারকাবহুল এ ছবি নিয়ে ব্যাপক আশাবাদী ছিলেন কিং খান। কিন্তু সেই ছবি মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি, কোনো ছবির শুটিংও করছেন না। এই মুহূর্তে পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শাহরুখ। মাঝে শোনা গিয়েছিল, তিনি রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবি করতে পারেন। এখন বলা হচ্ছে, সাজিদ নাদিওয়ালার সঙ্গে জুটি বাঁধতে পারেন অভিনেতা। সূত্রের খবর, সাজিদ আর শাহরুখ বেশ কয়েক বার মিটিং করেছেন। সাজিদ তার ‘ল্যান্ড অব লুঙ্গি’ ছবিটি অফার করেছেন শাহরুখকে। অভিনেতার নাকি এই অ্যাকশন-কমেডি ছবির চিত্রনাট্য পছন্দও হয়েছে। এটি দক্ষিণী ছবি ‘ভীরম’-এর রিমেক। এর আগে ছবিটির জন্য অক্ষয় কুমার ও ভিকি কৌশলের নাম শোনা গিয়েছিল।
সাজিদের ছবির চিত্রনাট্য পছন্দ হলেও শাহরুখ এখনও সবুজ সংকেত দেননি। আসলে পরপর ফ্লপের ধাক্কায় অভিনেতা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইছেন না। ‘জিরো’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরে হতাশায় নিমজ্জিত হন শাহরুখ। কারও সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎও করেননি। ‘জিরো’র আগে ‘জব হ্যারি মেট সেজল’ও ফ্লপ করেছিল। শাহরুখ নিজেও চট করে কোনও কাজে হাত দিতে চাইছেন না। তবে প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে চলেছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2024 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.