শার্শার নিজামপুরে করোনার বিস্তার রোধে, করণীয় ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান লড়ায়ে সকলের উপস্থিতি অপরিহার্য।  করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতির অগ্রগতিতে চিকিৎসক, প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে কাজ করলে সংক্রমিত হওয়ার আগে প্রতিরোধের ভিত্তি তৈরি হবে।
 সামাজিক দূরত্ব রক্ষা ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম।
শনিবার  (১০জুলাই) সকালে নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত করোনা সচেতনতা  মূলক মিটিংয়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে  পরিবার পরিকল্পনার(FPI ) আবুল খায়ের, নিজামপুর ইউনিয়ন করোনার সার্বিক বিষয়ে আলোকপাত করেন।
তিনি আরও বলেন করোনার প্রভাব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেহতু সকলকে সচেতনতার সাথে চলাচল করা অপরিহার্য।
এসময় নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু,পরিবার পরিকল্পনার, মহসিন আলী(HA),মোছাঃ রিপা খাতুন(CHAP),  উপজেলা কৃষি অফিসার অসিত কুমার মন্ডল,ও সাদ্দাম হোসেন, ইউপি সচিব,সুফল কুমার সাহা,নিজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য, নূরুল ইসলাম, মিলন হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ শরিফুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম সেকু, আমিনুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, মোছাঃ রুমা আক্তার, সারজিনা আক্তার আল্লাদী,   ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আরমান, যুবলীগ নেতা আলমগীর হোসেন পিন্টু ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *