কুষ্টিয়া কুমারখালীতে বিনামূল্যে গাছের চারা বিতরন ও সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কুমারখালী ইকো পার্কে এর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। গড়াই নদীর পাড়ে যাওয়ার সড়কটি ফ্লাইট সার্জেন্ট এ্যাডঃ আব্দুল মজিদ এর নামে উদ্বোধন করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও লেখক ও গবেষক ড. আমানুর আমান সহ বিভিন্ন অতিথিবৃন্দ।