অনলাইন ডেস্ক :
ইউরোর ফাইনালে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড। ওয়েম্বলিতে ইংলিশদের উৎসাহ দিতে উপস্থিত হাজার হাজার দর্শক।
অবিশ্বাস্য, ম্যাচের দুই মিনিটের মধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ইউরোর ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলটি করলেন লুক শ।
ডান দিক থেকে হ্যারি কেইনের বাড়ানো বলে কিয়েরান ট্রিপিয়ারের লম্বা ক্রস ধরে বক্সের সেন্টার থেকে গোল করেন।
ইউরো কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নেমে দুই মিনিটেই ইতালির জালে বল পাঠিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পক্ষে গোলটি করেছেন লুকে শ’।
বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইতালি ও ইংল্যান্ড।
১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইতালি ১৯৬৮ সালে প্রথমবার এবং এযাবতকালে একবারই ইউরোর শিরোপা জিততে পেরেছে। এরপর আরও দু’বার বিশ্বকাপ জিততে পারলেও ইউরো জেতা সম্ভব হয়নি তাদের।