অনলাইন ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের নতুন গান ‘পারমিশন টু ডান্স’ রেকর্ড গড়েছে। দুই দিনেই গানের ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়ন। ৯ জুলাই গানটি প্রকাশিত হয়। গানটির প্রকাশের পরপরই ৯২টির বেশি দেশে ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে ‘পারমিশন টু ডান্স’। প্রথম ২৪ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়ে যায় ৬৩ মিলিয়ন।
গানটিতে নাচতে গিয়ে সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন শিল্পীরা। এতে করে তারা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টুইট করে জানিয়েছেন, এতে করে যারা কানে শুনেন না তারাও গানটি উপভোগ করতে পারবে।
‘পারমিশন টু ডান্স’ বিটিএসের একক অ্যালবাম ‘বাটার’ এর নতুন গান। ২১ জুন প্রকাশের পর রেকর্ড ভেঙেছিল ‘বাটার’ গানটিও।