Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অলিম্পিকে মুখোমুখি হচ্ছে জার্মানি-ব্রাজিল

অনলাইন ডেস্ক :

 

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।

 

চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জার্মানি ম্যাচটি। এদিন মাঠে নামবে আর্জেন্টিনাও। অস্ট্রেলিয়া রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে।

২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। গতবার ছয় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানিকে হারিয়েই সোনার পদক জেতে ব্রাজিল।

 

২০১৬ সালের অলিম্পিক দলে অবশ্য নেইমার ছিলেন। এবার আর তিনি নেই। ব্রাজিল দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেজ। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।

 

‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও সৌদি আরব।

 

উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।

Exit mobile version