কুষ্টিয়ায় অক্সিজেনের অভাবে কাউকে মরতে দেবোনা : মাহবুব উল আলম হানিফ এমপি

নিজস্ব প্রতিনিধি :

 

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকটে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সভাকক্ষে আজ বেলা ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, অক্সিজেনের অভাবে কোন রুগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে তৎপর থাকতে হবে। মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, শতভাগ স্বাস্থবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারন মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজজামান, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ’র সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাবেক ছাত্রনেতা রিজভী হাসান মাহমুদ হিরণ, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরাইশীসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সভা সঞ্চালনা করেন ডাঃ আকরামুজ্জামান মিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *