কুষ্টিয়ায় নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি : তৃতীয় সরকারের ভূমিকা রয়েছে মিডিয়ার। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কুষ্টিয়ায় নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন। তিনি বলেন, উন্নয়নের দিক থেকে আমরা আর পিছিয়ে নেই। তারুণ্য শক্তি, সুশাসন, ইন্টারনেট সার্ভিস, মেট্রোরেলসহ সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। একইভাবে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়া।

শেখ রাসেল হরিপুর সেতু, কুষ্টিয়া মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ সার্বিক উন্নয়নে কুষ্টিয়া এগিয়ে যাচ্ছে। এক সময়ের রক্তাক্ত জনপদ কুষ্টিয়া এখন উন্নয়নের জনপদে পরিণত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কু্িষ্টয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রবি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ দৌলা তরুন, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, ডাঃ শাহানারা বেগম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। কুষ্টিয়ার উন্নয়নে অবশ্যই ইতিবাচক সংবাদ প্রকাশ করতে হবে। নেতিবাচক সংবাদে মনোবল ভেঙে যায়। উন্নয়নের মনোবল ভেঙে গেলে তা হবে সবচেয়ে বেশী ক্ষতির কারণ।

সভাপতিত্ব করেন নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন। সভায় জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি রবিবার বেলা ১২ টায় শহরের পুনাক ফুড পার্কে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *