Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় প্রসাধনী তৈরীর কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কে লেভেল না থাকা ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে প্রসাধনী তৈরীর কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

গতকাল রবিবার দুপুরে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকার চাঁদের পরী প্রোডাক্ট নামে ঐ প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কে লেভেল না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা ও পণ্যের মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে একই আইনের ৪৪ ধারায় ৫০ হাজার জরিমানা আরোপ ও আদায় করে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, চাঁদের পরী প্রোডাক্ট প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস শাহ বিভিন্ন হারবালের নাম ব্যবহারে কার্যত: বিভিন্ন কেমিকেলের মিশ্রনে কয়েক ধরনের প্রসাধনী তৈরী ও বাজারজাত করে আসছিলেন। এসব পন্যে আদৌ কোন হারবাল ব্যবহার করা হতো না এবং এসব পণ্যের কোন বিএসটিআই অনুমোদনও নেই। মিথ্যা বিজ্ঞাপন প্রচার এবং বিএসটিআই অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে এবং সেই সাথে এসব পন্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

Exit mobile version