Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলন অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা এলাকায় গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক মোমিনুর রহমান নামে অবৈধ বালু উত্তোলনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করায় আসামীদের ছেড়ে দেয়া হয় এবং ভবিষতে নদী থেকে বালু উত্তোলন না করতে সতর্ক করা হয়। অভিযুক্ত মোমিনুর রহমান কুষ্টিয়া সদরের জুগিয়া এলাকা বাসিন্দা।


এসময় বালি উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশনা প্রদান করা হয়।

Exit mobile version