ঢাকায় এলো সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

অনলাইন ডেস্ক :

 

চীনের সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১০ লাখ টিকা শনিবার (১৭ জুলাই) রাত ১১টায় একটি ফ্লাইটে দেশে এসেছে। এছাড়া রবিবার (১৮ জুলাই) রাত ৩টায় আরেকটি ফ্লাইটে আরো ১০ লাখ ডোজ টিকা পৌঁছাবে। প্রথম ফ্লাইটে আসা টিকা গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া আগামীকাল সোমবার ৩০ লাখ ডোজ মডার্নার টিকা এবং কাছাকাছি সময়ে অক্সফোর্ডের ২৯ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

 

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল সকালে এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরো ৩০ লাখ ডোজ মডার্নার টিকা উপহার দিচ্ছে।

 

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গত শুক্রবার এক ফেসবুক বার্তায় জানান, চীন বাংলাদেশকে আরো ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত বৃহস্পতিবার জানান, আগামী মাসের মধ্যে দেশে দুই কোটি ডোজ কভিড টিকা আসছে। আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ ডোজ টিকা। তিনি আরো জানান, জুলাই মাসের শেষ দিকে ৩০ লাখ ডোজ, আগস্ট মাসের শুরুতে কোভ্যাক্স থেকে ১০ লাখ ডোজ এবং আগামী বছরের এপ্রিলের মধ্যে সাত কোটি ডোজ টিকা দেশে আসবে। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টিকার সংকট আপাতত কেটে গেছে। এখন সব মানুষ যাতে নির্বিঘ্নে টিকা পায়, সে লক্ষ্যে কাজ চলছে। অক্সফোর্ডের টিকা দেশে এসে পৌঁছার পরপরই যাঁরা এই টিকার প্রথম ডোজ পেয়েও দ্বিতীয় ডোজ নিতে পারেননি, তাঁদের দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দেশে ফাইজার, সিনোফার্ম ও মডার্না মিলে মোট এক লাখ ৮২ হাজার ১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে মডার্নার টিকা ৪৭ হাজার ৮৮৮ ডোজ, সিনোফার্মের এক লাখ ৩১ হাজার ৭৯৭ ডোজ ও ফাইজারের দুই হাজার ৩৩১ ডোজ দেওয়া হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছিলেন এক কোটি ৬০ লাখ এক হাজার ৩৩৪ জন। গতকাল পর্যন্ত দেশে মোট চার ব্র্যান্ডের টিকা মিলে মোট ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন।

 

এদিকে গতকাল রাতে গাজীপুরের সিভিল সার্জন গণমাধ্যমকে জানান, গাজীপুরে নিবন্ধন ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়া যাবে। নিবন্ধনের জটিলতা কাটিয়ে মানুষকে সহজে টিকা দেওয়ার জন্য এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *