কুমারখালীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা -২০১৯ উদ্বোধন করা হয়েছে। কুমারখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে গতকাল সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর হতে বর্নাঢ্য র‌্যালী শেষে স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ২৮-৩০ জুলাই ৩ দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বিশেষ অতিথির বক্তব্য দেন। পবিত্র কোরআন ও গীতাপাঠ দিয়ে শুরু অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ দেবাশিষ কুমার দাস স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” বাস্তবায়নের লক্ষে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ বিতরন করে বৃক্ষ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান লালু, মহিলা ভাইস-চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা উপজেলা প্রশাসনের সকল দাপ্তরিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে বিকালে নার্সারী মালিকদের হাতে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে মেলার সমাপনী ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *