মোবাইল কোর্টে শাস্তির বদলে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি :

 

 ২৫/০৭/২০২১ তারিখে চলমান লকডাউন কর্মসূচী বাস্তবায়নে জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে
সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধ না মানায় চা-দোকানি ও নরসুন্দরসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষেরা মোবাইল কোর্টে শাস্তির মুখোমুখি হলেও কুষ্টিয়া জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম এঁর নির্দেশনা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জরিমানা না করে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা তুলে দেন এবং ঘরে থাকার পরামর্শ দেন।
 কুষ্টিয়া জেলা শহর, কুষ্টিয়া পৌরসভাধীন এলাকাসহ বিভিন্ন উপজেলাসমূহের নিম্ন আয়ের মানুষদের হাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়৷ একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় তাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়৷
জনস্বার্থে মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে৷জরুরি খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে এসএমএস করুন।ঘরে থাকুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *