কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় নারীর দেহ থেকে মাথা বিচ্ছন্ন করে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত নেহেরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।
আসামী নেহেরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর মেথরপাড়ার একটি আখের ক্ষেত থেকে নিহত নাছিমা বেগমের খন্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নিহত নারী নাছিমার সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল নেহেরুলের। তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই নাছিমাকে মাথা কেটে হত্যা করে নেহেরুল ও তার সহযোগিরা। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
গত ১২ জুলাই রাতে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী নাছিমাকে অপহরণ করে মাথা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।