চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে ছিনতাই আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

পুলিশ পরিচয়ে মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ছিনতাইকৃত ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে এদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন মহেশপুরের পুরন্দরপুর গ্রামের ইসমাইল খান আরিফ (৩০) ও তার সহযোগঅ পাশের হামিদপুর গ্রামের উত্তম কুমার (৪৫)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, সম্প্রতি চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মোবাইল গেমস খেলারত কিশোর ও যুবকদের কাছ থেকে পুলিশ পরিচয়ে মোবাইলফোন ছিনতাইয়ের খবর আসতে থাকে। এর মধ্যে শনিবার সকালে সদর উপজেলার উকতো গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে এসব ছিনতাইকারীদের ধরতে মাঠে নামে পুলিশ।

 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, এ চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *