বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের চিলিস ফুড পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক দারা উদ্দিন তোতা, সহ-সভাপতি বাদশাহ, সহ-সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, ধর্ম সম্পাদক চয়ন, ক্রিড়া সম্পাদক শ্যাম কুমার ঘোষ, সদস্য আলতাব হোসেন, কামরুল ইসলাম, হিরক, আব্দুর রহমান প্রমুখ। এদিকে অসুস্থতার কারণে জেলা শাখার সভাপতি আলহাজ¦ কুতুব উদ্দিন পদত্যাগ করলে সভায় সর্ব সম্মতিক্রমে চিলিস ফুড পার্কের সত্বাধীকারী শফিকুজ্জামান দোলনকে সভাপতি নির্বাচিত করা হয়।