Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিপুল পরিমাণ মাদক জব্দ, পরীমণি আটক

অনলাইন ডেস্ক :

 

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

 

বুধবার বিকালে রাজধানীর বনানীর বাসা তাকে আটক করা হয়।বিকাল সাড়ে ৪টার দিকে পরীমণির বনানীর বাসায় অভিয়ান শুরু করে র‌্যাব। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।

 

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমণি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Exit mobile version