‘‘আলোকিত সীমান্ত’’ এর অংশ হিসেবে উপজেলা মৎস বিভাগ এবং ভেটেনারি ডাক্তার কর্তৃক কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় পূর্বে মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল এমন সীমান্ত এলাকার জনগনকে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে মৎস ও গরু মোটাতাজাকরণ বিষয়ে সপ্তাহব্যাপী ০২(দুই)টি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ রফিকুল আলম, পিএসসি।
এ সময় দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় স্কুলের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণদ্বয় আলাদাভাবে আগামী ০৩ আগষ্ট ২০১৯ তারিখ হতে ০৮ আগষ্ট ২০১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মৎস প্রশিক্ষণে ২৫ জন এবং গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণে ৩০ জন সীমান্তবর্তী এলাকার লোক প্রশিক্ষণ নিবে।