Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সব ক্ষেত্রেই পরতে হবে মাস্ক, স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা

অনলাইন ডেস্ক :

 

কঠোর বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিধি-নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সবক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version