কুষ্টিয়ায় এসপি খাইরুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম।
কুইজ প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা পুলিশের (‘ক গ্রুপ-কনস্টেবল হতে নায়েক পদমর্যাদার পুলিশ সদস্য, খ গ্রুপ-এএসআই পদমর্যাদার পুলিশ সদস্য এবং গ গ্রুপ-এসআই পদমর্যাদার পুলিশ সদস্য)প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে সর্বমোট ১১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও কুষ্টিয়া জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *