Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ১০ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় নারী ও পুরুষসহ ১০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। 

 

শুক্রবার ভোরে উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত হতে তাদেরকে আটক করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে কিছু নারী ও পুরুষ বাংলাদেশে প্রবেশ করেছে। সে সময় বিওপি সদস্যরা সীমান্তের পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন নড়াইল জেলার সদর উপজেলার বাগডাংগা গ্রামের বাকি মোল্লার ছেলে মিলন মোল্লা (২৪), মিলন মোল্লার স্ত্রী বন্যা আক্তার (১৯), একই গ্রাামের আলম মোল্লার ছেলে আকাশ মোল্লা(২৬), আকাশ মোল্লার স্ত্রী জেবুন্নেছা খানম (২৪) এবং ইমারত মোল্লার মেয়ে পান্না খানম (২৫), একই জেলার কালিয়া উপজেলার দাড়িয়াঘাটা গ্রামের লেকবার শেখের ছেলে ইছানুর শেখ (২৮) এবং শরিয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চরধিপুর গ্রামের আলীবক্স সরদারের ছেলে ফয়সাল সরদার (২৬)। অপরদিকে নড়াইল জেলার সদর উপজেলার বীরগ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৪০), আগদিয়া গ্রামের বিজন অধিকারীর ছেলে টিংকু অধিকারী (২৩) ও যশোর জেলার কোতয়ালী থানার বাগডাংগা গ্রামের মৃত বিভাশ বিশ্বাসের ছেলে বিন্দাবন বিশ্বাস (২৫)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version