

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্নপুর ইউনিয়নের চড়পাড়া সীমান্তে রবিউল ইসলাম রবি (৩০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে চড়পাড়া সীমান্তে এলাকাবাসী রবির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত রবি উপজেলার হায়দারের চড় এলাকার মো: মানু বিশ্বাসের ছেলে।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজম খান জানান, গতকাল দিবাগত রাতের (শনিবার) যেকোন সময় এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পাড়ে। তার গায়ে ধারালো অস্ত্রদিয়ে আঘাতের চিন্ন রয়েছে। এই হত্যা কান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এলাকাবাসী বলছে তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।