Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

২২ আগস্ট থেকে ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

 

ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ২২ আগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

 

বিমানের যেকোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার-০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

 

Exit mobile version