চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৌনে চার কেজি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রাম থেকে তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সোনাগুলো জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

 

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ জানান, বুধবার সকালে গেপান সূত্রে খবর আসে সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রাম থেকে ভারতে সোনা পাচার করা হবে। এ খবর পেয়ে বিজিবি ঠাকুরপুর গ্রামে অবস্থান নেয়। সকাল সোয়া ৭টার দিকে একজন পাচারকারী বাইসাইকেলযোগে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে। এসময় পাচারকারী বাইসাইকেল ও মাজায় বাধা একটি কাপড়ের টোপলা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সামনে কাপড়ের টোপলা খুলে তা থেকে ১১টি সোনার বার জব্দ করা হয়।

বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আরো জানান, জব্দ করা সোনা দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান ফিজুর নাম উল্লেখ করে একই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *