

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের ইস্রাফিল হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার এবং বিক্ষুদ্ধ এলাকাবাসী।
শুক্রবার বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের মাঝেরপাড়া মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত নারী-পুরুষ, বৃদ্ধ ও ছোট ছোট কোমলমতি শিশুরা দলমত ভূলে একত্রিত হয়ে অংশগ্রহণ করে।
এসময় মৃত ইস্রাফিলের পরিবার খুনের সাথে জড়িত আটক তিন আসামী সহ আরো ৫ আসামীকে আটক করে ফাঁসির দাবী করেন। অতি দ্রুত সঠিক বিচারকার্য শেষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে আবেদন জানান।
ইস্রাফিলের স্ত্রী রোজিনা খাতুন বলেন, আমার দুই মেয়ে ও ছেলেকে নিয়ে জীবনের কঠিন সময় পার করছি। এখন বাচ্চাদের দেখভাল করা, খাওয়া দাওয়া এবং তাদেরকে মানুষ করবো কিভাবে।
সমাজে ভাল ভাবে বেঁচে থাকার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ি তাদের ফাঁসির দাবি করেন এই অসহায় নারী। কর্মসূচীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সূধিজনেরা উপস্থিত ছিলেন।