Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম প্রয়ান দিবস পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠান


সজীব কুমার নন্দী : কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ী বকুল তলায় বিশ্ব কবিরবীন্দ্রনাথ ঠাকুরের (২২ শ্রাবন ১৪২৬ বঙ্গাব্দ) ৭৮ তমপ্রয়ান দিবস-২০১৯পালনউপলক্ষে কবির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গতকাল বেলা ১১ টায় কবির প্রয়াণ দিবসের আলোচনা সভায় কুষ্টিয়া ইসলামীবিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ছরোয়ার মোর্শেদ প্রধান অতিথির আলোচনা করেন।

কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী ড. আখলিমা খাতুন, বাংলা ভিশন টেলিভিশনেরকুষ্টিয়া জেলাপ্রতিনিধি মোঃহাসান আলী, বিশেষ অতিথি ছাড়া ও ইসলামাী বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগেরঅধ্যাপক, ড. রশীদুজ্জামান স্বারক বক্তা হিসাবে কবির সাহিত্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

প্রত্নত্তত্ব অধিদপ্তর, রবীন্দ্র কুঠিবাড়ী, শিলাইদহ, কুমারখালী, কাষ্টডিয়ান মোঃ মুখলেছুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে শিলাইদহর বীন্দ্র সংসদের সাধারন সম্পাদক, এস এম আফজাল হোসেন, লেখক, নাট্যকার ও কথা সাহিত্যিক প্রভাষক লিটন আব্বাস, খলিলুরর হমান মঞ্জুক বিরকর্মময় জীবনের উপরআলাক পাত করেনএবংকুঠিবাড়ীর লাইব্রেরীয়ান কাম কাষ্টডিয়ান মোঃ বাকীবিল্লাহ স্বাগত বক্তব্য পেশ করেন।আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আরিফুজ্জামানের সঞ্ছালনায় কুষ্টিয়া জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলনী পরিষদ শিল্পী গোষ্ঠী ও বকুলতলা শিল্পী গোষ্ঠীর বীন্দ্র সংগীত পরিবেশন করেন।

Exit mobile version