‘চুলের পরিবর্তে মাথায় স্বর্ণ ও হীরার চেইন’

অনলাইন ডেস্ক :

 

চুল ফেলে দিয়ে স্বর্ণের চেইন লাগিয়েছেন মেক্সিকান র‍্যাপার ড্যান সুর। ভিন্ন কিছু করার ইচ্ছে থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ২৩ বছর বয়সী এই গায়ক বলেন, ‘আমি মাথায় হুক স্থাপন করেছি। এই হুকের সঙ্গে আরও হুক রয়েছে। সবগুলোই আমার চামড়ার নিচে খুলির সঙ্গে আটকানো।’

 

গত এপ্রিলে মাথায় এই ‘স্বর্ণের চুল’ স্থাপন করেছেন ড্যান সুর। এছাড়াও তার মাথায় হীরার হার ঝুলতে দেখা যায়। সোনা, হীরার সঙ্গে বিভিন্ন ধরনের দামি পাথরও রয়েছে ড্যান সুরের মাথায়। কেমন এমন কাণ্ড ঘটিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন সুর এভাবে, ‘মানুষ চুলে রঙ করে। আমি ভিন্ন কিছু করতে চেয়েছি। তাই আমি চাই কেউ আমার নকল না করুক।’ ‌

তবে চিকিৎসকদের মতে এটি খুবই বিপজ্জনক একটি কাজ। এতে শরীরে সংক্রমণ হতে পারে। ডা. ফ্র্যাঙ্ক অ্যাগুলো সতর্ক করে বলেন, ‘এই ধরনের কাজ বিপজ্জনক। এতে খুব সহজে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে মস্তিষ্কের সুরক্ষার জন্য যে হাড় রয়েছে তা স্বর্ণের চেইনের ওজনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ওজন অথবা দুর্ঘটনার কারণে খুলিতে ফ্র্যাকচার হতে পারে।’

 

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মনা গুহারা জানান, এর ফলে স্থায়ীভাবে চুল পড়ে যেতে পারে। পাশাপাশি এই ক্ষেত্রে ড্যান সুরকে অনুসরণ না করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *