দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে

অনলাইন ডেস্ক :

 

দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে নামল। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আরও ১৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। নতুন করে করোনায় মারা গেছেন ৫১ জন। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৭ হাজার ১০৯ জন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

 

এর আগে গতকাল বুধবার সারা দেশে মারা যান ৫১ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় ১ হাজার ৯০১ জনের দেহে। শনাক্তের হার ছিল নমুনা পরীক্ষায় ৬ দশমিক ৬৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *