‘১৪ হাজারে ৪ জিবির গ্যালাক্সির ফোন’

অনলাইন ডেস্ক :

 

‘গ্যালাক্সি এ১২’-এর নতুন ৪/৬৪ গিগাবাইট সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটিতে (৭২০–১৬০০) ইনফিনিটি-ভি ডিসপ্লেসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে রয়েছে। এ মোবাইলের বিশেষ দিক হচ্ছে ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন (ইউএসবি টাইপ-সি)।

 

৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ছাড়াও এ মোবাইলে আছে ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো, ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

 

মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইলে আছে অক্টাকোর ২.৩ গিগাহার্জ প্লাস ১.৮ গিগাহার্জ ফিচার। স্যামসাং গ্যালাক্সি এ১২-এর ৪/৬৪ গিগাবাইট সংস্করণটি এখন নীল ও লাল—দুই রঙে স্যামসাংয়ের সব অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে। দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *