শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি :

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসবে এ যেন দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন। সাতক্ষীরা ভোমরা বন্ধরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সিএনডিএফ এসোসিয়েশন এর সদস্যদের নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন, সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টম সুপার ভাস্কর দে, বিএসএফ ক্যাম্প এর এস আই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি ভুলা ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেন এর সদস্য ভবেতোষ দাশসহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *