ঘন্টায় ১৬,৭৪০ কি:মি: বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসতে প্রকাণ্ড উল্কাখণ্ড

অনলাইন ডেস্ক : প্রকাণ্ড একটি উল্কা তীব্রগতিতে ধেয়ে আসছে এই নীল গ্রহের দিকে। বিজ্ঞানীরা জানিয়েছে, আগামী ১০ অগস্ট, ঘন্টায় ১৬,৭৪০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে উল্কাপিন্ড 2006 QQ23। তবে এই উল্কাপিন্ড নিয়ে বিশেষ চিন্তা নেই বলেই উল্লেখ করেছেন নাসার দুই বিজ্ঞানী। যারা পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বা স্যাটেলাইট ধেয়ে আসার বিষয়ে নজর রাখছেন দিন আর রাত। 

তাদের মতে, পৃথিবী থেকে ৭.৪ মিলিয়ন কিমি দূরে থাকা এই উল্কাটি পৃথিবীর দিকে ধেয়ে এলেও, অনেকটা দূর দিয়ে বেরিয়ে যাবে। তাদের মতে, প্রতিবছরই ৬টি করে ছোট-বড় উল্কা ধেয়ে আসে পৃথিবীর দিকে। সেগুলি কোনওটা পৃথিবীকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে, এমন উল্কাপিন্ডও হতে পারে। তবে, এটাই স্বস্তির, আগামী দিনে যেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেটি মানবজাতিকে ধ্বংস করতে পারবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *