ভারতের পশ্চিমবঙ্গে পান মসলাসহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

 

ভারতের পশ্চিমবঙ্গে গুটখা থেকে শুরু করে যেকোনো ধরনের তামাকজাত দ্রব্য তৈরি, মজুদ, জোগান ও বিক্রি আইনত অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্ষতিকর তামাকজাত দ্রব্যের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

 

জানা গেছে, এ বছরের ৭ নভেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ‘কমিশনার অব ফুড সেফটি’ এ নিষেধাজ্ঞা জারি করেছে।

 

পশ্চিমবঙ্গের প্রধান সচিবালয় নবান্নের পক্ষ থেকে জারি করা এসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পানমসলা, যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে, এগুলো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। পশ্চিমবঙ্গে এগুলোর বিক্রি নিষিদ্ধ করা হলো।

 

ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এক বছর এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কেউ নির্দেশ অমান্য করলে আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, নিষেধাজ্ঞার মেয়াদ এক বছরের জন্য হলেও প্রতিবছর তা নবায়ন করার ফলে এটি চিরস্থায়ী হতে পারে।

 

এর আগে ২০১৩ সালে গুটখা ও তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এর পর থেকে বিভিন্ন সময় এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *